সামান্য বদল করা হলো স্বাস্থ্যসাথী কার্ডের নিয়ম

0 min read

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। যার মধ্যে অন্যতম স্বাস্থ্যসাথী কার্ড। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। এবার নয়া নির্দেশিকা অনুযায়ী, বেসরকারি হাসপাতালে হাড়ের অস্ত্রোপচার করানো যাবে না।

তবে পথ দুর্ঘটনায় আহতদের হাড়ের অস্ত্রোপচারের ক্ষেত্রে এই নির্দেশিকা কার্যকরী হবে না। পাশাপাশি বলা হয়েছে, সরকারি হাসপাতালে অর্থোপেডিক চিকিৎসার উপযুক্ত পরিকাঠামো না থাকলে তবেই বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অস্ত্রোপচারের জন্য রেফার করা যাবে।

এ ক্ষেত্রে নির্দিষ্টভাবে সেই রেফারেল সার্টিফিকেট নিয়ে বেসরকারি হাসপাতালে যেতে হবে। স্বাস্থ্য দপ্তরের দাবি, গত কয়েক বছরে সব জেলা এবং মহকুমা হাসপাতালেই অর্থপেডিক অস্ত্রোপচারের পরিকাঠামোর মানোন্নয়ন হয়েছে‌। ফলে এই প্রকল্পে হাড়ের অস্ত্রোপচারের ক্ষেত্রে সরকারি হাসপাতালেই চিকিৎসা সম্ভব।

You May Also Like