আগামী এক সপ্তাহে গরম বাড়বে আরো বেশি

1 min read

মাত্রাতিরিক্ত ভাবে গরম বাড়ছে কলকাতায়৷ গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ৷ গতকাল মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৬ ডিগ্রি সেলসিয়াস৷ চলতি সপ্তাহে সেই পারদ আরও চড়বে বলে ইঙ্গিত হাওয়া অফিসের৷ আগামী সাত দিনে এই রেকর্ড ভেঙে যাবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ সাধারণত স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা ৪ ডিগ্রি বাড়লেই বলা হয় লু বইছে৷ চলতি সপ্তাহেই কলকাতা সেই পরিস্থিতির সম্মুখীন হবে৷ আকাশে মেঘের দেখা মিলবে না৷

উত্তর ২৪ পরগণায় ইতিমধ্যেই ৪০ ছুঁয়ে ফেলেছে পারদ৷ পশ্চিমের জেলাগুলি আগেই ৪০ ডিগ্রি পার করে ফেলেছে৷ আগামী কয়েক দিনে আরও নাকাল হতে হবে দক্ষিণবঙ্গের মানুষকে৷ আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সকাল ১১টার পর কলকাতায় গরম হাওয়া বইবে৷ সাধারণত তাপমাত্রা ৪০ ডিগ্রি পেরলে তাপপ্রবাহের কথা বলা হয়ে থাকে৷ এক্ষেত্রে তাপমাত্রা ৪০ না পেরলেও গরম কমার কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস৷ বেলা ১ বাজলেই আরও নাজেহাল অবস্থা হবে কলকাতায়৷ বেলা ১২টা থেকে ৩টে পর্যন্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে৷

এদিকে, তাপপ্রবাহ শুরু হয়ে গিয়েছে কলকাতা সংলগ্ন দমদমে৷ আজ তাপপ্রবাহের সতর্কতা রয়েছে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও পুরুলিয়ায়৷ মঙ্গলবার তাপপ্রবাহ চলবে দক্ষিণের আরও চার জেলায়৷ আপাতত পরিস্থিতি বদলের কোনও সম্ভাবনা নেই৷ স্বস্তি বৃষ্টির জন্য আরও অপেক্ষা করতে হবে দক্ষিণের জেলাগুলিকে৷ সপ্তাহের প্রথম কাজের দিনে রাস্তায় বেড়িয়েই হাঁসফাঁস করছে মানুষ৷ চড়া তাপে বাড়ছে সান স্ট্রোকের সম্ভাবনা৷ ডাক্তারদের পরামর্শ হিট স্ট্রোক থেকে বাঁচতে প্রচুর পরিমাণে জল খান৷ নুন চিনির জল খেতে পারলে আরও ভালো৷

You May Also Like