দ্রুত স্বাভাবিকে আনার চেষ্টা হেলিপ্যাড

1 min read

গত বছরের নির্বাচনে বড় রকমের হার হয়েছে বাংলার গেরুয়া শিবিরের। এর পর আর বাংলায় আসেননি স্বরাষ্ট্রমন্ত্রী। ঠিক এক বছর পরে রাজ্য সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ১৮ এপ্রিল ষষ্ঠ দফার ভোট প্রচারে শেষ এসেছিলেন তিনি৷ উত্তর ২৪ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জে ভারত-বাংলাদেশের সীমান্ত হিঙ্গলগঞ্জ বিএসএফ ক্যাম্পে আসার কথা তাঁর।

এদিকে কালবৈশাখীর ঝড় ও বৃষ্টিতে হিঙ্গলগঞ্জে অমিত শাহের হেলিকপ্টার নামার জন্য তৈরি অস্থায়ী হেলিপ্যাড ক্ষতিগ্রস্ত হয়েছে৷ এদিন সেটি দ্রুত স্বাভাবিক আনার চেষ্টা করছেন প্রশাসনিক কর্তারা। ঘটনাস্থলে পৌঁছেছেন বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার জবি থমাসকে, এসডিপিও ওসি ৮৫, নম্বর ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার সহ একাধিক প্রশাসনিক কর্তারা৷ স্বরাষ্ট্রমন্ত্রীর হেলিকপ্টার কিভাবে নামবে, কখন আসবে সেই দিকে এরিয়া ডমিনেট করেন। অন্যদিকে হেলিপ্যাড ঘুরে এবং খতিয়ে দেখেন।

সেখানে এসে ৮৫ নম্বর ব্যাটেলিয়ান সহ একাধিক সীমান্ত আধিকারিকদের সঙ্গে প্রশাসনিক বৈঠক করবেন৷  পাশাপাশি রায়মঙ্গল কালিন্দী নদী জিরো পয়েন্টে বরাবর সীমান্তরক্ষী বাহিনীর নিজস্ব স্পিড বোর্ড সরেজমিনে সীমান্ত সুরক্ষা খতিয়ে দেখবেন। যেখানে উঠে আসবে সীমন্ত সুরক্ষা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ কথাবার্তা৷ পাশাপাশি সম্প্রতিকালে স্বরূপ নগর থেকে হেমনগর পর্যন্ত জল ও স্থল সীমান্ত থেকে সুরক্ষার বিএসএফের নজরদারি এড়িয়ে বাংলাদেশিদের যেভাবে অনুপ্রবেশ হচ্ছে সেটাও  এই বৈঠকে উঠে আসতে পারে বলে মনে করছেন প্রশাসনিক আধিকারিকরা। তাছাড়া যেভাবে রাজ্য বিজেপি সাংসদ থেকে বিধায়ক জেলার সাংগঠনিকভাবে বিজেপির দুর্বল হচ্ছে এবং ভাঙনও ধরছে সেই বিষয়েও তিনি দলগতভাবে নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসবেন বলে জানা গিয়েছে৷

You May Also Like