চিরুনি তল্লাশি চালিয়েছে আয়কর দফতর

0 min read

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে এবার ‘হিসাব বহির্ভূত টাকা’র সন্ধানে হানা দিল আয়কর দফতরের আধিকারিকরা।

জানা যাচ্ছে, গতকাল রাতে বনগাঁ টাউন মার্কেট এলাকার একটি রূপসজ্জার দোকানে ‘হিসাব বহির্ভূত টাকা’র খবর পায় পুলিশ। এরপর সেই দোকানে হানা দেন তাঁরা। খবর পাওয়ার পর ঘটনাস্থলে উপস্থিত হন বনগাঁর বিডিও কৃষ্ণেন্দু ঘোষ ও নির্বাচন কমিশনের আধিকারিকরা।

জানা যাচ্ছে, ওই দোকানে টাকার অঙ্ক বেশি থাকার জন্য আয়কর দফতরে খবর পাঠানো হয়। কলকাতা থেকে তিনজন আধিকারিক বনগাঁ আসেন। এরপর ওই ব্যবসায়ীর কাছে টাকার উৎস জানতে চাওয়া হয়। তবে তিনি কোনও সন্তোষজনক উত্তর দিতে পারেননি বলে খবর। দোকানে চিরুনি তল্লাশি চালিয়েছেন আইটি কর্তারা।

You May Also Like