সম্পত্তির খতিয়ান নিয়ে বড় নির্দেশ বিচারপতির তরফে

1 min read

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের স্বার্থে গতকাল লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির খতিয়ান তলব করেছিল কলকাতা হাইকোর্ট।

বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ, আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে এই সংক্রান্ত সমস্ত নথি আদালতে জমা দিতে হবে দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআইকে। পাশাপাশি লিপস অ্যান্ড বাউন্ডসের সমস্ত ডিরেক্টরের সম্পত্তির হিসেব চেয়েছে হাইকোর্ট।

একই সঙ্গে সংস্থার আয়-ব্যয়ের হিসাব ও শুরু থেকে নিয়ে এখনও পর্যন্ত সংস্থার কর্মকাণ্ড জানতে চেয়ে রিপোর্ট তলব করেছে হাইকোর্ট। এই মামলায় এখনও পর্যন্ত যে সকলের টলিউড অভিনেতা-অভিনেত্রীদের নাম জড়িয়েছে তাদের সম্পত্তির খতিয়ানও আদালতে জমা করার নির্দেশ দিয়েছেন।

You May Also Like