জেলার বিভিন্ন স্কুলে পৌঁছালো কেন্দ্রীয় বাহিনীর চিঠি

1 min read

কেন্দ্রীয় বাহিনীর চিঠি জেলার বিভিন্ন স্কুলে পৌঁছালো। ইতিমধ্যে জলপাইগুড়ি পলিটেকনিক কলেজের হোস্টেলে থাকার জায়গা করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর জন্য। কেন্দ্রীয় বাহিনী থাকার জন্য জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ চলছে বলে জানালেন পুলিশ।

জলপাইগুড়ি জেলার বিভিন্ন বড় বড় এবং সরকারি স্কুলে স্থানীয় থানা থেকে চিঠি গেছে যে কেন্দ্রীয় বাহিনী আসবে স্কুলে থাকার কথা রয়েছে। জলপাইগুড়ি সোনাউল্লা স্কুলের প্রধান শিক্ষক অনির্বাণ সেন শুক্রবার জানান কেন্দ্রীয় বাহিনী স্কুলে থাকবে বলে প্রশাসনের তরফে চিঠি এসেছে। বিদ্যালয়ে মাধ্যমিক উচ্চমাধ্যমিকের জন্য একমাস প্রায় ছুটি ছিল।লোকসভা ভোট ঘোষণা না হতেই কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে বলে খবর, সে ক্ষেত্রে পড়ুয়াদের পঠন-পাঠনের দারুন অসুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

সমস্যার কথা বললেন প্রাথমিক স্কুলের শিক্ষিকা থেকে অভিভাবকেরা। ইতিমধ্যে জলপাইগুড়ি সোনাউল্লা উচ্চ বিদ্যালয় কদমতলা বালিকা বিদ্যালয় সহ বেশ কিছু স্কুলে চিঠি পৌঁছেছে। কিছু কিছু  স্কুলে পুলিশের তরফে পরিকাঠামো সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানা যায়।

You May Also Like