বড় অভিযোগ সিবিআই-এর তরফে

0 min read

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে অক্টোবর মাসে বসু রায় অ্যান্ড কোম্পানির দুই কর্তা পার্থ সেন ও কৌশিক মাজিকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।

এই দুজনার জামিনের বিরোধিতা করতে গিয়ে বিশেষ সিবিআই আদালতে বিস্ফোরক দাবি করল তদন্তকারী সংস্থা। ওএমআর শিট প্রস্তুতকারক সংস্থা এস এন বসু রায় অ্যান্ড কোম্পানি প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কোনও ভাবেই দায় এড়াতে পারে না।

অভিযোগ, ওএমআর সিট মূল্যায়নের দায়িত্ব থাকলেও এই সংস্থার মাধ্যমেই টাকার বিনিময়ে অযোগ্যদের বাড়তি নম্বর পাইয়ে দেওয়া হয়েছে। সুপরিকল্পিত ভাবে এই কারচুপি চলেছে। আর এই দুর্নীতিতে কৌশিক মাঝি, পার্থ সেনের মতো সংস্থার অংশীদারেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। এবার পরবর্তীতে এই দুর্নীতির তদন্তে আর কী কী উঠে আসে সেটাই দেখার।

You May Also Like