সিঙ্গীমারীতে রাস্তার কাজে শুভ সূচনা করলেন বিধায়ক

1 min read

অন্দরান সিঙ্গীমারীতে ৩.৫ কিমি রাস্তার কাজে শুভ সূচনা করলেন বিধায়ক।সিতাই ব্লকের ব্রহ্মত্তর চাত্রা গ্রাম পঞ্চায়েতের অন্দরান সিঙ্গীমারীতে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই রাস্তার কাজের শুভ সূচনা করলেন বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। তিনি ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য বিন তুঘলক মিয়া, অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি হলধর বর্মন ছাড়াও অন্যান্যরা। এদিন সেখানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন গ্রামীন অবকাঠামো উন্নয়ন তহবিল থেকে অন্দরান সিঙ্গিমারী ও দক্ষিণ সিঙ্গিমারী মাঝ বরাবর সোনারহাট চৌমাথা থেকে বালারহাট ভায়া হয়ে সিঙ্গিমারী এস.পি.প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার এই পাকা রাস্তা নির্মিত হবে। এই পাকা রাস্তার কাজের জন্য আমরা দুই কোটি ১০ লক্ষ টাকা বরাদ্দ করলেও ২ কোটি ৪ লক্ষ টাকার টেন্ডার হয়েছে। তিনি আরো বলেন এই মুহূর্তে সিতাই ব্লকের উন্নয়নে ১২৫-১৩০ কোটি টাকার কাজ চলছে, তার মধ্যে আপনাদের গ্রাম পঞ্চায়েতের
সিঙ্গীমাড়িতে ৯ কোটি টাকা ব্যয়ে পানীয় জলের কাজ চলছে যা সিতাই ব্লকের মধ্যে সবচেয়ে বড়। এছাড়াও এদিন সেখানে তিনি বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নের খতিয়ান তুলে ধরেন।

You May Also Like