আশার আলো জাগাচ্ছে রাজ্যের দৈনিক করোনা সংক্রমনের সংখ্যা

1 min read

রাজ্যের দৈনিক করোনা সংক্রমণের সংখ্যায় আশার আলো জাগছে, ধীরে ধীরে আবার আগের জায়গায় ফিরছে রাজ্যের পরিস্থিতি। নতুন প্রজাতির আতঙ্ক কিন্তু তাতেও আজ বিরাট আশার আলো বাংলা জুড়ে। কারণ এদিন দৈনিক আক্রান্তের সংখ্যা রবিবারের তুলনায় অনেকটাই কমে গিয়েছে। যদিও সতর্কতামূলক পদক্ষেপ থেকে কিছু হটছে না রাজ্য সরকার। কারণ আগামী কয়েক সপ্তাহ সকলকে সচেতন হয়ে থাকতে হবে বলে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

শেষ পাওয়া তথ্য অনুযায়ী, আজ বাংলায় ভাইরাস আক্রান্ত হয়েছেন ৪৬৫ জন এবং এর মধ্যে কলকাতায় আক্রান্ত ১৫৪ জন। সংক্রমণে কলকাতার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সব মিলিয়ে রাজ্যে মোট ভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লক্ষ ১৯ হাজার ৭২২ জন। পাশাপাশি এই একই সময়ে রাজ্যে মৃত্যু হয়েছে ৯ জনের। তার প্রেক্ষিতে বর্তমানে রাজ্যের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৫৫৩ জন। অন্যদিকে গত একদিনে সুস্থ হয়েছে ৫০৫ জন। বাংলায় এই মুহূর্তে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৭ হাজার ৯৫০ জন। নতুন প্রজাতির আতঙ্ক বহাল রয়েছে তাই টিকাকরণে জোর দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। গত একদিনে টিকা প্রাপ্ত প্রায় ৭৬ হাজার। 

অন্যদিকে, আজ দেশে করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৩০৬ জন এবং এই একই সময়ে মৃত্যু হয়েছে ৪১৫ জনের। পাশাপাশি জানা গিয়েছে, গত একদিনে গোটা দেশে সুস্থ হয়েছেন ৮ হাজার ৮৩৪ জন এবং এই মুহূর্তে দেশের সক্রিয় রোগীর সংখ্যা ৯৮ হাজার ৪১৬ জন, যা ৫৫২ দিনে সবথেকে কম। এছাড়াও বিগত কয়েকদিন ধরেই এক লক্ষের নিচে রয়েছে এই সংখ্যা। সব মিলিয়ে দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে মনে হলেও সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে। যদিও বিশেষজ্ঞদের একাংশের দাবি, দেশের মৃত্যুর তথ্য একেবারেই সঠিক নয়। কেন্দ্রীয় সরকার আসলে মৃত্যুর তথ্য লুকিয়ে যাচ্ছে বলে অভিযোগ তুলেছেন অনেকেই। যদিও সেই ব্যাপারে এখনো পর্যন্ত পোক্ত কোনও প্রমাণ মেলেনি।  

You May Also Like