‘পাহাড়ের সামগ্রিক উন্নয়নই পাহাড়ের সামাধান’- অনিত থাপা

1 min read

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পাহাড়ের সামগ্রিক উন্নয়নের বিষয়ে একাধিক আলোচনা হয়েছে।- শুক্রবার সকালে এনজেপি স্টেশনে পৌঁছোনোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করলেন জিটিএ প্রধান অনিত থাপা। প্রসঙ্গত, সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য কলকাতা গিয়েছিলেন অনিত থাপা। জিটিএর শক্তি বৃদ্ধি সহ পাট্টা ইস্যুতে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হয় এদিন। আলোচনা যথেষ্টই সার্থক হয়েছে বলে। খুব দ্রুততার সঙ্গে পাট্টার কাজ শুরু হবে বলেই জানান তিনি। অন্যদিকে, পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান প্রসঙ্গে তার মন্তব্য, “পাহাড়ের সামগ্রিক উন্নয়নই পাহাড়ের সামাধান। সেই লক্ষ্যেই আমি কাজ করছি।”

You May Also Like