আসন্ন পূজায় এবার স্বস্তি মিলবে কলকাতাবাসীর

1 min read

দিন গুনছে বাঙালি, অপেক্ষা আর মাত্র কয়েকটা দিনের। তারপরেই নির্ধারিত সময়েই আসছেন ‘মা’। বাঙালির কাছে দুর্গাপূজা একটা আবেগ। ইতিমধ্যেই আসন্ন এই দুর্গাপূজার আগেই বড় ঘোষণা, কলকাতা মেট্রো কর্তৃপক্ষ যাত্রীদের সুবিধার জন্য একের পর এক করিডোরের ভাবনা চিন্তা করছে।

কলকাতার পাশাপাশি ইস্ট-ওয়েস্ট এবং জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডোরের পরিষেবা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। গত বছর থেকেই শুরু হয়েছে জোকা-তারাতলা মেট্রো। জোকা, ঠাকুরপুকুর, শখের বাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার ও তারাতলা স্টেশনগুলি রয়েছে জোকা-তারাতলা মেট্রো করিডোরে।

এসবি পার্কের পুজো মণ্ডপে যেতে হলে আপনাকে নামতে হবে ঠাকুরপুকুর মেট্রো স্টেশনে। চেতলা অগ্রণী ও সুরুচি সংঘের পুজো মণ্ডপ তারাতলা মেট্রো স্টেশন থেকে খুব কাছে পড়বে। আবার শখের বাজার মেট্রো স্টেশন থেকে আপনারা সহজেই পৌঁছে যেতে পারবেন বড়িশা সর্বজনীন ও উদয়ন ক্লাবের পুজোয়।

You May Also Like