দুর্নীতি নিয়ে দেশবাসীর জন্য বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী

1 min read

আবার একবার দেশবাসীর জন্য বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী। ‘দুর্নীতি হল উইপোকার মতো। যা দেশকে ফাঁপা করে দেয়।’ মন কি বাত অনুষ্ঠানে এসে এনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ সেই সঙ্গে তাঁর স্পষ্ট বার্তা, যাঁরা অগ্রাধিকারের ভিত্তিতে নিজেদের দায়িত্ব পালন করেন, তাঁদের পাশে দাঁড়াতে যত দ্রুত সম্ভব সেই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে।

গতকাল, মন কি বাত অনুষ্ঠানে এসে মোদী জানান, দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাঁকে পোস্টকার্ডে বার্তা পাঠিয়েছে কোটি কোটি বালক-বালিকা, কিশোর-কিশোরী৷ তাঁর মধ্যে থেকে গুটি কতট পোস্টকার্ড পড়ে শোনান তিনি৷ এর মধ্যে একজন নব্যা বর্মা৷ উত্তর প্রদেশের প্রয়াগরাজের বাসিন্দা৷ নব্যা লেখেন, ২০৪৭ সালে এমন এক ভারতের স্বপ্ন দেখি যেখানে কোনও দুর্নীতি থাকবে না৷ প্রত্যেকে মর্যাদার সঙ্গে জীবন কাটাবে৷ কৃষকদের জীবন সমৃদ্ধ হয়ে উঠবে৷ 

নব্যার এই বার্তা পড়াপ পর নমো বলেন, ‘‘দেশের ভিবিষ্যৎ নিয়ে তোমার দেখা স্বপ্ন অত্যন্ত প্রশংসনীয়। আমরা সেই দিকেই দ্রুত এগিয়ে চলেছি।’ এর পরেই তিনি বলেন, ‘দুর্নীতি হল উইপোকার মতো। যা দেশকে ফাঁপা করে দেয়। সেই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য কেন ২০৪৭ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে?’  প্রধানমন্ত্রীর বার্তা,খুব দ্রুত আমাদের এই কাজ সম্পন্ন করতে হবে৷ তিনি বলেন, ‘যত দ্কুত সম্ভব সকল দেশবাসী এবং দেশের যুব সম্প্রদায়কে সঙ্গে নিয়ে এই কাজ সম্পন্ন করতে হবে। আমাদের দায়িত্বকে অগ্রাধিকার দিতে হবে।’’ তাঁ কথায়, ‘‘যখন দায়িত্বের প্রতি কর্তব্যবোধ থাকে এবং দায়িত্ব অদ্বিতীয় হয়ে ওঠে, তখন দুর্নীতির কোনও স্থান থাকে না।’  

You May Also Like