একের পর এক ভাঙ্গনের মুখে রাজ্যের শাসক শিবির

1 min read

ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে জোর কদমে চলছে তৃণমূলের জাতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নব জোয়ার কর্মসূচী। কিন্তু এরই মধ্যে অব্যাহত দল বদলের ঘটনা।

পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই অনুব্রত মণ্ডলের বীরভূমে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের নির্বাচিত গ্রাম পঞ্চায়েতের প্রধান-সহ প্রায় ১০০ জন কর্মী ও সমর্থক। ঘটনাটি বীরভূমে ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের দক্ষিণগ্রাম গ্রাম পঞ্চায়েতে ।

এদিন দক্ষিণগ্রাম গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের নির্বাচিত প্রধান শিউলি দে তাঁর অনুগামী তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা বিজেপিতে যোগ দিলেন। তাঁদের হাতে দলের পতাকা তুলে দিলেন বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার কনভেনর অর্জুন সাহা। তাঁদের বক্তব্য, গ্রামের মানুষ নবজোয়ার কর্মসূচিতে প্রার্থী বাছাইয়ে তাঁকে বাদ দিয়েছে । উনি গ্রামের মানুষের কোনও কাজই করেননি । প্রার্থী পদ না মেলাতেই তিনি দল বদল করেছেন ৷

You May Also Like