ভেঙে ফেলা হল দুর্ঘটনাগ্রস্ত স্থানের স্কুল

0 min read

সম্প্রতি দেশে ঘটে গিয়েছে মর্মান্তিক দুর্ঘটনা। গত শুক্রবার ওড়িশার বালেশ্বরের কাছে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনার কবলে পরে। থরে থরে সাজানো রয়েছে মৃতদেহ। নিঃস্ব হয়ে গেছে অসংখ্য পরিবার। করমণ্ডল এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনায় অস্থায়ী মর্গ হিসেবে ব্যবহার করা হয়েছিল বাহানাগা বাজার স্টেশনের পাশের বাহানাগা হাইস্কুলকে। সেই স্কুলটিকেই ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে।

মূল শহরের থেকে দুর্ঘটনাস্থল অনেকটা দূরে হওয়ায় পার্শ্ববর্তী এলাকায় মৃতদেহ রাখার ব্যবস্থার সিদ্ধান্ত নেওয়া হয়। তখনই বেছে নেওয়া হয় বাহানাগা হাইস্কুলকে। দুর্ঘটনাস্থলের অদূরে এই স্কুল ভবনটিকে অস্থায়ী মর্গ হিসেবে ব্যবহার করা হয়েছে।

ঘটনার রাত থেকে পরের দু’দিন পর্যন্ত ওই স্কুলেই ডাঁই করে রাখা হয়েছিল মৃতদেহ। দুর্ঘটনার জেরে একাধিক দেহ ছিন্নবিচ্ছিন্ন অবস্থাতে সেখানে আনা হয়। ফলে স্কুলজুড়ে দেহাংশ ও রক্তের স্রোত বয়ে গিয়েছে। স্কুলের পরিচালন সমিতি থেকে প্রধান শিক্ষিকা, ভবন ভেঙে দেওয়ার আবেদন জমা পড়তে থাকে। ওই স্কুলে পড়ুয়াদের পাঠানো হবে না বলে চাপ সৃষ্টিও করা হয়।

You May Also Like