দখল হয়ে যাচ্ছে শিলিগুড়ির ফুটপাত ! শিলিগুড়িতে অভিযান পুরনিগমের

0 min read

শিলিগুড়ি শহরের ফুটপাত থেকে শুরু করে রাস্তা দখল হয়ে যাচ্ছে প্রতিনিয়ত৷ অবশেষে দেরীতে হলেও ফের একবার শিলিগুড়িতে ফুটপাত দখলমুক্ত করতে সচেষ্ট হলো শিলিগুড়ি পুরনিগম৷ বুধবার শিলিগুড়ির হাসপাতাল মোড়, কাছারি রোড দখলমুক্ত করতে অভিযানে নামলো পুরনিগম৷ এদিন পুলিশের উপস্থিতিতে অভিযানে নামে শিলিগুড়ি পুরনিগম৷ শিলিগুড়ি জেলা হাসপাতালের সামনে বহুদিন ধরেই ফুটপাত দখল করে দোকান বসছে৷ এর আগেও সেখানে দোকানগুলি সরিয়ে দেওয়া হয়৷ কিন্তু ফের দোকানগুলি বসে যায়৷ কিছুদিন আগে রোগী কল্যাণ সমিতির বৈঠকে এসেও মেয়র গৌতম দেব বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন৷ এরপরই বুধবার হাসপাতালের সামনে দোকানগুলি সরিয়ে দেওয়ার পাশাপাশি বেশকিছু দোকান পুরনিগমের তরফে ভেঙে দেওয়া হয়েছে৷ এছাড়াও কাছারি রোডে রাস্তার দুপাশে থাকা বেশকিছু অবৈধ দোকান এদিন সরিয়ে দেওয়া হয়৷ এদিকে দোকান ভাঙা শুরু হতেই হকাররা ক্ষোভপ্রকাশ করেন৷

You May Also Like