জোর ধাক্কা খেল রাজ্য

1 min read

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে এবার সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেল রাজ্য!

কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ই বহাল রাখল শীর্ষ আদালত। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় একাদশ–দ্বাদশের ২০১৬ সালের পরীক্ষার ওএমআর শিট প্রকাশের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল স্কুল সার্ভিস কমিশন।

ববিতার দাবি মেনে নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় SSCকে ২১ জুলাইয়ের মধ্যে ২০১৬-র একাদশ – দ্বাদশের ওএমআর শিট প্রকাশ করার নির্দেশ দেন। অন্যদিকে সেই রায়ের বিরোধীতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় SSC। এবার সুপ্রিম নির্দেশের পর কমিশনের হাতে আর মাত্র ২টো দিনের সময়। নির্দিষ্ট সময়সীমার মধ্যে SSC ওএমআর শিট প্রকাশ্যে আনে কিনা সেই দিকেই তাকিয়ে সকলে।

You May Also Like