আরও দুটি বন্দে ভারত মেট্রো পেতে চলেছে রাজ্য

0 min read

চলতি বছর শুরু থেকেই একের পর এক বন্দে ভারত এক্সপ্রেস পাচ্ছে রাজ্য। ক্রমবর্ধমান যাত্রীদের কথা মাথায় রেখে এবং সফরের সময়ে তাঁদের স্বাচ্ছন্দ্যের দিকটি বজায় রাখতে একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে রেলের তরফে। আগামী আগস্ট মাসের মধ্যে সরকারের লক্ষ্য সারাদেশে অন্তত ৭৫টি বন্দে ভারত এক্সপ্রেস চালু করা।

এই আবহে নতুন দুটি বন্দে ভারত মেট্রো পেতে চলেছে পশ্চিমবঙ্গ। গোটা দেশের মধ্যে ইতিমধ্যেই বন্দে ভারত এক্সপ্রেস শুরু হয়েছে দেশের ১৮টি রুটে। এগুলির মধ্যে পশ্চিমবঙ্গ থেকে যাতায়াত করে তিনটি। পশ্চিমবঙ্গে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি, হাওড়া থেকে পুরী এবং নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি বন্দে ভারত চলে।

জানা যাচ্ছে এর পাশাপাশি দুটি নতুন বন্দে ভারত মেট্রো যুক্ত হতে চলেছে এই তালিকায়। এই দুটি বন্দে ভারতের মেট্রো চলাচল করবে হাওড়া থেকে আজিমগঞ্জ এবং আজিমগঞ্জ থেকে হাওড়া ও হাওড়া থেকে ভাগলপুর এবং ভাগলপুর থেকে হাওড়ার মধ্যে। আজিমগঞ্জ থেকে হাওড়া বন্দে ভারত মেট্রো রবিবার বাদে সপ্তাহে ছয় দিন যাতায়াত করবে।

You May Also Like