বন্যা কবলিত এলাকায় পরিদর্শনে করে সাহায্যের হাত বাড়ালে রাজ্য সভাপতি

1 min read

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। তবে গত কয়েকদিনে উত্তর-দক্ষিণ দুই বঙ্গেই নাগাড়ে বৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর বিধানসভার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার।

এলাকা সরেজমিনে খতিয়ে দেখলেন, এলাকার মানুষজনের সঙ্গে কথা বলে সাহায্যের হাত বাড়িয়ে দেন বিজেপি সাংসদ। গত কয়েকদিনে নাগাড়ে এক বৃষ্টির জেরে একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। বাদ পড়েনি হরিরামপুর বিধানসভার এলাকাও।

এরই সঙ্গে বিজেপির রাজ্য সভাপতি বলেন, ‘এখানে মানুষের পাকা বাড়ি থাকায় ক্ষয়ক্ষতি কম হয়েছে। ভাগ্য ভালো যে, জল নামতে শুরু করেছে নয়তো অনেক মানুষ মারা যেতেন। অনেক দেওয়াল পড়ে গিয়েছে।’ এরপরেই তাঁর বেতনের অংশ থেকে বন্যা কবলিত মানুষদের সাহায্য করার কথা বলেছেন সুকান্ত মজুমদার।

You May Also Like