বড় ধাক্কা খেল রাজ্য, এনআইএ-এর হাতে গেলো তদন্তভার

1 min read

সম্প্রতি রামনবমী উৎসবকে ঘিরে রাজ্য জুড়ে এক তোলপাড় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। পরিস্থিতি এতোটাই জটিল হয়েছিল যে দায়ের হয়েছিল মামলা। এই পরিস্থিতিতে বেশ কিছুটা চাপ বাড়ল রাজ্যের ওপর। রামনবমীতে বঙ্গে বিক্ষিপ্ত বিশৃঙ্খলার ঘটনায় এনআইএ তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই মামলাগুলির প্রেক্ষিতে এনআইএ-র হাতে তদন্তভার তুলে দিয়েছিল হাইকোর্ট।

কলকাতা হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। রামনবমীর মিছিল ঘিরে হাওড়ার শিবপুর, হুগলির রিষড়া, উত্তর দিনাজপুরের ডালখোলা-সহ কয়েকটি এলাকায় হিংসার ঘটনা নিয়ে গত ২৭ এপ্রিল এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জনস্বার্থ মামলার প্রেক্ষিতে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ রায় দেয়, আগামী ২ সপ্তাহের মধ্যে রাজ্যকে এ সংক্রান্ত সমস্ত নথি এনআইএ-কে হস্তান্তর করতে হবে।

You May Also Like