বাড়ছে তাপমাত্রা, কমছে শীতের প্রভাব

0 min read

বছর শেষের সাথে সাথেই বদলে যাচ্ছে আবহাওয়া। বাড়ছে শীতের আমেজ। কুয়াশায় ঢেকে গিয়েছে গোটা কলকাতা। চলতি মাস শেষ হতে বাকি আর কটা দিন, কিন্তু এরই মাঝে ডিসেম্বর শুরুর আগেই শীত এসে হাজির দোরগোরায়৷ হাওয়া অফিস জানাচ্ছে, জাঁকিয়ে ঠাণ্ডা পরতে এখনও বেশ কিছু দিন সময় লাগবে৷ যদিও শুক্রবার সকালে কলকাতার তাপমাত্রা গত কয়েক দিনের চেয়ে কিছুটা কমেছে। তবে সর্বোচ্চ তাপমাত্রা এখনও স্বাভাবিকের চেয়ে বেশি বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর৷

হাওয়া অফিস জানাচ্ছে, বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার শহরে তাপমাত্রার পারদ ২ ডিগ্রি কমেছে। তবে এখনও ধরা দিল না শীতের আমেজ। শুক্রবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০.১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকবে৷ ফলে অস্বস্তি হতে পারে। তবে আকাশ মূলত পরিষ্কার থাকবে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

আবহওয়াবিদরা জানাচ্ছেন, মধ্য বঙ্গোপসাগরের দিক দিয়ে আসা ঘূর্ণাবর্তের প্রভাবে বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া। ঘূর্ণাবর্তের প্রভাব কাটিয়ে হাওয়ার গতি বাড়লেই ফিরবে শীত। শুক্রবার থেকেই রাজ্যে তাপমাত্রার পারদ নামতে শুরু করবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। সপ্তাহের শেষের দিকে শীত অনুভূব করলেও করতে পারে দক্ষিণবঙ্গের বাসিন্দারা।

You May Also Like