করোনা সংক্রমণ শেষ হলেও সতর্ক করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

1 min read

চলতি বছর প্রায় শেষের পথে, এর পাশাপাশি সংক্রমণও খানিকটা শেষের পথে। কিন্তু প্রশ্ন হলো সত্যি কি শেষের পথে সংক্রমণ? আড়াই বছর প্রায় কেটে গিয়েছে। করোনা সংক্রমণ যে ভয় ধরিয়েছিল তা আস্তে আস্তে কাটতেও শুরু করেছে। বর্তমানে এই সংক্রমণের আতঙ্ক অনেকটাই কম এবং ধীরে ধীরে করোনা মুক্ত হচ্ছে বিভিন্ন দেশও। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এই করোনা অতিমারিই অন্য রোগের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। আগামী দিনে তার প্রভাব যে ভালোভাবেই পড়তে পারে সেই বিষয়েও সতর্ক করা হয়েছে।

বিগত কয়েক মাসের একাধিক রিপোর্টে দাবি করা হয়েছিল যে, বেশ কয়েকটি রোগের বাড়বাড়ন্ত দেখা দিতে পারে আগামী দিনগুলিতে। তার অন্যতম মূল কারণ হতে পারে ‘লং কোভিড’। সেই বিষয়টিই যেন আরও একবার স্পষ্ট করে দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনার দীর্ঘস্থায়ী প্রভাবের কারণ যে একাধিক রোগ বৃদ্ধি পাচ্ছে বা পাবে তার একটা ইঙ্গিত দেওয়া হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট বলছে, আগামী সময়ে বড় বিপদ হয়ে উঠতে পারে হাম। বিজ্ঞানীরা বলছেন, ২০২১ সালে করোনার কারণে প্রায় ৪ কোটি শিশুর হামের টিকাকরণ হয়নি বিশ্বজুড়ে। এই কারণেই আরও ভয়ানক অবস্থা হতে পারে। অন্য এক রিপোর্টে বলা হয়েছে, এশিয়া এবং আফ্রিকার দেশগুলিতে হাম সংক্রমণ থেকে মৃত্যুর হার সবচেয়ে বেশি। এদিকে হাম ছাড়াও হৃদরোগের সমস্যাও যে বাড়তে পারে আগামী দিনে সেটাও স্পষ্ট করা হয়েছে।

You May Also Like