সফলতা পেল কোভ্যাক্সিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল

0 min read

গত দেড় বছরের বেশি সময় ধরে করোনা তার ভয়ঙ্কর রূপ দেখাচ্ছে গোটা বিশ্বে। কয়েও লক্ষ্য মানুষের প্রাণ কেড়েছে করোনা। এই পরিস্থিতিতে টিকাকরণকেই এক মাত্র উপায় করেছে আমাদের দেশের কেন্দ্র সরকার। করোনার বিরুদ্ধে যুদ্ধের জন্য ভারতে জরুরি পর্যায়ে অনুমোদন দেওয়া হয়েছিল ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন টিকাকে। তৃতীয় পর্যায়ের ট্রায়ালের জন্য ২৫ হাজার ৮০০ জনের উপর প্রয়োগ করা হয়েছিল এই টিকা। সফলতা পেয়েছে তৃতীয় পর্যায়ের ট্রায়াল। সেই ট্রায়ালের সময় দেখা যায়, এই টিকাটি করোনাভাইরাসের বিরুদ্ধে ৮১ শতাংশ কার্যকরী এবং এই টিকার দু’টি ডোজ নেওয়ার পর হাসপাতালে ভর্তি হওয়ার সম্ভাবনা ১০০ শতাংশ থাকে না। ভারত বায়োটেক জানিয়েছে, সেপ্টেম্বর মাসের মধ্যে সম্ভবত কোভ্যাকসিন অনুমোদন পেয়ে যাবে।

You May Also Like