নাড্ডার নির্দেশে চিঠি দিয়ে দিলীপের মুখে লাগাম পরালো শীর্ষ নেতৃত্ব

1 min read

অতীতে দলের সমালোচনা করতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতির পদ হারিয়েছিলেন দিলীপ ঘোষ। তাঁর জায়গায় রাজ্য সভাপতি করা হয়েছিল বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারকে। সেই শিক্ষা পাবার পরেও দমে থাকতে দেখা যায়নি দিলীপ ঘোষকে। যারফলে অস্বস্তি বেড়েছে দলের অন্দরে। তাই এবার এই স্পষ্টভাষী নেতার মুখ কার্যত বন্ধ করে দিল বিজেপি-র শীর্ষ নেতৃত্ব। জেপি নাড্ডার নির্দেশে দিলীপকে কড়া বার্তা দিয়ে চিঠি দিল দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং। সূত্রের খবর অনুযায়ী, সেই চিঠিতে লেখা হয়েছে সাম্প্রতিক সময়ে বৈদ্যুতিন মাধ্যম এবং অন্যান্য ফোরামে করা বেশ কিছু সাক্ষাৎকারে আপনি প্রকাশ্যে রাজ্যে দলের সিনিয়র পদাধিকারীদের সমালোচনা করেছেন। এই ধরনের মন্তব্য শুধুমাত্র দলেরই ক্ষতি করে না, বরং আপনি অতীতে যে কঠিন পরিশ্রম করেছেন, সেগুলিকেও মূল্যহীন করে দেয়৷ পাশাপাশি সর্বভারতীয় সহ সভাপতির মতো পদে থেকে এই ধরনের মন্তব্য দলের মধ্যে সর্বস্তরে ক্ষোভের সঞ্চার করে, যা একেবারেই গ্রহণযোগ্য নয়৷ সংবাদমাধ্যমে আপনার এই ধরনের মন্তব্যে দলের কেন্দ্রীয় নেতৃত্ব গভীর ভাবে উদ্বিগ্ন। এর পরেই রীতিমতো কড়া ভাষায় দিলীপকে সতর্ক করে চিঠিতে লেখা হয়েছে, ‘সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার নির্দেশে আমি আপনাকে জানাচ্ছি, এই ধরনের মন্তব্যে দল গভীর ভাবে উদ্বিগ্ন এবং ব্যথিত৷ ভবিষ্যতে কোনও প্রকাশ্য মঞ্চে নিজের সহকর্মীদের উদ্দেশে এই ধরনের মন্তব্য করা থেকে আপনি বিরত থাকুন।

You May Also Like