খড়দহে বিজয়ী তৃণমূল শিবির

1 min read

আরো একবার বড় জয়ের মুখে তৃণমূল শিবির৷ প্রত্যাশিতভাবেই শুরু থেকেই এগিয়ে খড়দহের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়৷ অন্যদিকে বিজেপিকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিপিএম৷ চূড়ান্ত ফল এখনও সামনে না এলেও যেভাবে বিজেপিকে টেক্কা দিয়ে বামেরা দ্বিতীয় স্থানে উঠে এসেছেন, সেটিকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল৷

কমিশনরে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, তৃতীয় রাউণ্ড গণনা শেষে তৃণমূল প্রার্থী শোভনদেবের প্রাপ্ত ভোট ১৭হাজার ১০৯টি৷ অন্যদিকে বিজেপি প্রার্থী জয় সাহার প্রাপ্ত ভোট ৩ হাজার ৪১২ টি৷ বিজেপিকে টপকে ৪ হাজার ২৮৪ টি ভোট পেয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিপিএম৷ ভোট বৃদ্ধি হওয়য়া স্বভাবতই খুশীর ঝিলিক বাম শিবিরে৷

প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনে খড়দহ কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাজল সিনহা করোনা রোগে আক্রান্ত হয়ে মারা যান। আর নির্বাচন কমিশনের  নিয়ম বিধি অনুযায়ী এই কেন্দ্রে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত শনিবার। বিধানসভার ফল ঘোষণা হওয়ার পরে দেখা যায় কাজল সিনহা ২৮ হাজার ভোটে জয়লাভ করেছিলেন।  কিন্তু তার অকাল প্রয়াণের কারণে এই বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শাসক বিজেপির রাজনৈতিক তরজা ভোটের দিন স্পষ্ট হয়ে ওঠে। ভুয়ো ভোটারকে ধরাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে খড়দহ বিধানসভার বন্দিপুর এলাকা। বিজেপি প্রার্থী প্রার্থী জয় সাহা অভিযোগ এনেছিল যে তৃণমূল বহিরাগতদের ভোটারদের ভোটার কার্ড তৈরি করে ভোট কেন্দ্রে ভোট দিচ্ছে আর এই নিয়ে রাজনৈতিক শোরগোল পড়ে যায় জেলাজুড়ে। তবে শুরু থেকেই অনেকখানি ব্যবধানে এগিয়ে তৃণমূল প্রার্থী৷

You May Also Like