চা সুন্দরী প্রকল্পের ঘর পেয়ে খুশি চা বাগানের শ্রমিকরা

0 min read

চা সুন্দরী প্রকল্পের ঘর পেয়ে খুশি কালচিনি ব্লকের তোর্ষা চা বাগানের শ্রমিকরা। তোর্ষা চা বাগানে চা সুন্দরী ঘর প্রাপক উপোভক্তারা জানান, এতোদিন ভাঙ্গাচোরা ঘরে বসবাস করতে হতো এখন নতুন ঘর পেয়েছি। এই বিষয়ে উল্লেখ্য গত ১৯শে জানুয়ারি সুভাষিণী চা বাগান ময়দান থেকে চা সুন্দরী প্রকল্পের উদ্বোধন করেন মুখ‍্যমন্ত্রী। এদিন তোর্ষা চা বাগানের শ্রমিকরা নিজের খুশির কথা ব‍্যাক্ত করে। এই বিষয়ে উল্লেখ্য তোর্ষা চা বাগানে ৪৭৬ জন শ্রমিক চা সুন্দরী প্রকল্পের ঘর পাচ্ছে।

চা সুন্দরী ঘর প্রাপক মুনি মালপরিয়া, জানকি মালপরিয়া,কমলা তিরকি সহ অন‍্যান‍্যরা জানান, চা সুন্দরী প্রকল্পের নির্মিত ঘর খুব সুন্দর হয়েছে। এই চা সুন্দরী প্রকল্পের একটি বাড়িতে দুটি কক্ষ, একটি রান্না ঘর, শৌচালয় ও ঘরের সামনে বারান্দা রয়েছে। এছাড়া বিদ‍্যুৎ কানেকশন রয়েছে চা সুন্দরী প্রকল্পে খেলার মাঠ রয়েছে পাকা সড়ক রয়েছে।

You May Also Like