তেরোটি স্বর্ণদ্বার বসতে চলছে রাম মন্দিরে

0 min read

অবশেষে অবসান ঘটতে চলছে দীর্ঘ প্রতীক্ষার। আগামী ২২শে জানুয়ারি উদ্বোধন হতে চলেছে রাম মন্দিরের। উদ্বোধনী অনুষ্ঠানে ঘিরে চলছে চূড়ান্ত প্রস্তুতি। রাম জন্মভূমিকে নিয়ে এখন উন্মাদনা গোটা বিশ্বের। সোনার দরজা বসে গেল রাম মন্দিরে।

শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট সূত্রে খবর, রাম মন্দিরে যে সোনার দরজাটি বসানো হয়েছে সেটির কারুকাজ নজর কাড়ার মতো। এই দরজার মধ্যবর্তী স্থানে দুটি হাতি এমনভাবে খোদাই করা হয়েছে যা দেখলে মনে হবে হাতি দুটি স্বাগত জানাচ্ছে অতিথিদের। দরজার উপরিভাগে দুই জন ব্যক্তি হাত জড়ো করে দাঁড়িয়ে রয়েছে।

আগামী ৩ দিনের মধ্যে রাম মন্দিরের অন্দরমহলে বসানো হবে আরো ১৩টি সোনার দরজা। মন্দিরের গর্ভগৃহের উপর তলায় ১২ ফুট উঁচু এবং ৮ ফুট চওড়া এই সোনার দরজাটি বসানো হয়েছে বলে খবর। মোট ৪৪টি দরজা এবং ৩৯২টি স্তম্ভ রয়েছে অযোধ্যার রাম মন্দিরে। কর্তৃপক্ষের পক্ষ থেকে ৭০০০ জনকে পাঠানো হয়েছে আমন্ত্রণপত্র।

You May Also Like