আরো কম হতে পারে গ্যাসের দাম

1 min read

লক্ষ্য এখন একটাই, আসন্ন লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ চলছে জোর কদমে প্রস্তুতি৷ এরই মাঝে নির্বাচনের আগে চমক দিতে তৈরী বিজেপি। লোকসভা নির্বাচনের আগে ফের ১০০ টাকা দাম কমেছে এলপিজি গ্যাস সিলিন্ডারের।

আন্তর্জাতিক নারী দিবসের দিন প্রধানমন্ত্রী গ্যাস সিলিন্ডারের উপর ১০০ টাকা ছাড়ের ঘোষণা করেন। ১০০ টাকা দাম কমানোর পর কলকাতায় ৯৩০ টাকায়, দিল্লিতে ৮০৩ টাকায়, ভোপালে ৮০৮.৫০ টাকায়, জয়পুরে ৮০৬.৫০ টাকায় এবং পাটনায় ৯০১ টাকায় বিক্রি হচ্ছে LPG।

তবে আরো কম দামে এলপিজি সিলিন্ডার বুক করতে চাইলে Airtel Thanks App-এর মাধ্যমে আপনি যদি গ্যাস সিলিন্ডার বুক করেন তাহলে পেয়ে যাবেন ১০% পর্যন্ত ক্যাশব্যাক, অর্থাৎ প্রায় ৮০ টাকা পর্যন্ত কম লাগবে গ্যাস সিলিন্ডারের দামে। এয়ারটেল অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে গ্রাহকরা পেয়ে যাবেন ১০% পর্যন্ত ছাড়।

You May Also Like