ক্যানসার হাসপাতালের জন্য জমি বরাদ্দ করল ত্রিপুরার মুখ‍্যমন্ত্রী

1 min read

ক্যান্সার রোগীদের মানসম্মত চিকিৎসা দিতে রাজ্য সরকার আরেকটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। এবার রাজ্যের উত্তর জেলায় আরও একটি অত্যাধুনিক ক্যান্সার হাসপাতাল নির্মাণের ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এই হাসপাতাল স্থাপনের জন্য সরকার ইতোমধ্যে ১৫ একর জমি বরাদ্দ করেছে।

বিশ্ব ক্যান্সার দিবস উদযাপন উপলক্ষে আগরতলা অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। অনুষ্ঠানে ক্যানসার নিয়ে সচেতনতার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ক্যান্সার সম্পর্কে মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, আধুনিক চিকিৎসায় এখন ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করা সম্ভব। কিন্তু যে কারণে এই রোগ হতে পারে না সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। সঠিক সময়ে রোগ শনাক্ত করা গেলে রোগের সঙ্গে লড়াই করে দীর্ঘ সময় বেঁচে থাকা সম্ভব।

মুখ্যমন্ত্রী রাজ্যের একমাত্র ক্যান্সার হাসপাতালের পরিষেবা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন যে অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার কেন্দ্র ইতিমধ্যেই উত্তর-পূর্ব অঞ্চলের সেরা হাসপাতাল হিসাবে স্বীকৃত হয়েছে। এ হাসপাতালের চিকিৎসকরাও সুনাম কুড়িয়েছেন। এটিকে কীভাবে আরও আধুনিক সুযোগ-সুবিধা দেওয়া যায় তা সরকার দেখবে। মানবিক কারণে ক্যান্সার রোগীদের চিকিৎসা পরিষেবা বিনামূল্যে হওয়া উচিত বলে মনে করেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি রাজ্যের উত্তর জেলায় আরও একটি অত্যাধুনিক ক্যান্সার হাসপাতাল তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী আরও বলেছেন যে এই উদ্দেশ্যে ১৫ একর জমি বরাদ্দ করা হয়েছে।

You May Also Like