এলাকাবাসীদের বিক্ষোভ, আটকে গেলো অমৃত ভারত রেল স্টেশনের কাজ

0 min read

জলপাইগুড়ি স্টেশন অমৃত ভারত রেল প্রকল্পের অধীনে এসেছে। এই মুহূর্তে জলপাইগুড়ি স্টেশনের রেল লাইন সম্প্রসারণের কাজ চলছে। শহরের ১ নং ঘুমটি সংলগ্ন ১০ নং ওয়ার্ড এলাকায় কিছু বাড়ি আছে যারা দীর্ঘ কয়েক দশক ধরে রেল লাইন সংলগ্ন খালে তাদের বাড়ির ড্রেনের জল ফেলে।

প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজের ফলে ওই খাল বন্ধ হয়ে গেছে। যার ফলে এলাকার প্রায় ৭০ টি পরিবারের নোংরা জল ওই খালে ফেলতে পারছে না।অভিযোগ কাজ শুরু হবার সময় তারা এই সমস্যা রেল দপ্তরকে জানিয়েছিলো। কিন্তু আজও সেই সমস্যা না মেটায় আজ তারা কাজ বন্ধ করে বিক্ষোভে সামিল হয়েছে।ঘটনাস্থলে রেল পুলিশ ও রেলের আধিকারিকেরা গেলে তাদেরকে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।

তাদের সাফ বক্তব্য সমস্যা না মেটা পর্যন্ত কাজ বন্ধ থাকবে।এই বিষয়ে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের বোর্ড মেম্বার পার্থ রায় বলেন এই বিষয়টি আমার জানা নেই। অবশ্যই খোঁজ নিচ্ছি।এলাকাবাসীদের সমস্যা কিভাবে সমাধান করা যায় তা অবশ্যই খতিয়ে দেখা হবে।

You May Also Like