অবশেষে NIA-র নাগালে বেঙ্গালুরুর ক্যাফে বিস্ফোরণকাণ্ডের অভিযুক্তরা

1 min read

অবশেষে NIA-র হাতে ধরা পড়ল বেঙ্গালুরুর ক্যাফে বিস্ফোরণকাণ্ডে যুক্ত দুই অভিযুক্ত। বেশকিছুদিন ধরেই চলছিল তাদের খোঁজার জন্য চিরুনি তল্লাশি। অবশেষে মিলল খোঁজ। কলকাতার বুকেতেই লুকিয়ে ছিল দুইজন। খবর পেয়ে আজ সকালে NIA তাদের গ্রেফতার করল।

প্রসঙ্গত উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরেই বিস্ফোরক কাণ্ডে সন্দেহভোজন দুই লোক মুসাভির হুসেন শাজিব এবং রামেশ্বরমের খোঁজ চলছিল। বেঙ্গালুরুর ক্যাফেতে তারাই বিস্ফোরক লুকিয়ে রেখে গিয়েছিলেন। এই দুইজন ছাড়াও আব্দুল মাথিন আহমেদ তাহা নামে আরও একজনকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে। এই অভিযুক্তদের খুজে দেওয়ার জন্য ২০ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণাও করাও হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির তরফ থেকে। এনআইএ এর তরফ থেকে যোগাযোগ করার জন্য একটি ইমেল আইডি এবং ফোন নম্বরও দেওয়া হয়েছিল।

You May Also Like