Upstox-এর নতুন ক্যাম্পেন ‘ইনভেস্ট রাইট’

1 min read

ভারতের অন্যতম প্রধান ডিজিটাল বিনিয়োগ প্ল্যাটফর্ম Upstox ‘ইনভেস্ট রাইট’ নামে একটি নতুন ক্যাম্পেন চালু করেছে।  কোথায় কখন বিনিয়োগ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ সে ব্যাপারে জনগণকে গাইড করবে এই ‘ইনভেস্ট রাইট’ক্যাম্পেনটি। 

উল্লেখ্য, Upstox টাটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ / আইপিএল-এর  অফিসিয়াল পার্টনার। IPL যেমন গত দশকে ভারতীয় ক্রিকেটকে একটি নতুন দিগন্ত তেমনি এই ক্যাম্পেনটির মাধ্যমে সহজ ভাবে Upstox-এ বিনিয়োগের বিষয়টি জনসমক্ষে তুলে ধরা হবে।  

Upstox-এর লক্ষ্য ভারতীয়দের বিনিয়োগ সম্পর্কে শিক্ষিত করা। উদাহরণস্বরূপ, যদি কেউ মাত্র ৫,০০০ টাকার একটি এসআইপি শুরু করে, যা ১২.৫% রিটার্ন দেয় এবং ২৫  বছর ধরে বাজারে বিনিয়োগ করে, তাহলে তাদের অর্থ এক কোটিতে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যা বিনিয়োগের চক্রবৃদ্ধি ক্ষমতাকে প্রদর্শন করে।Upstox-এর  সহ-প্রতিষ্ঠাতা কবিতা সুব্রামানিয়ান বলেছেন, মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারীদের তাদের পোর্টফোলিওকে বৈচিত্র্যময় করার সাথে অর্থনীতির বিভিন্ন সেক্টরের অংশ নেওয়ার একটি দুর্দান্ত সুযোগ দেয়৷

You May Also Like