যেখানে রেল পৌঁছায় সেখানে দেশ বাড়ে অর্থাৎ দেশের উন্নতি হয়

0 min read

সেবক রংপো রেল লাইনের কাজ কতদূর পৌছালো তা পর্যবেক্ষণ করতে এসে এমনই মন্তব্য করলেন এনএফ রেলওয়ের জেনারেল ম্যানেজার। পশ্চিমবঙ্গ ও সিকিমের মধ্যে রেল পরিসেবা চালু করার কাজ চলছে জোড় কদমে। সেবক থেকে রংপো পর্যন্ত নতুন রেল লাইন পাতার কাজ চালু হয়েছিল বেশ কিছুদিন আগেই। আগে টার্গেড ছিল ২০২০ সালের মধ্যে সেবক রংপো রেল পরিসেবা চালু করা হবে। তবে এখন তা পিছিয়ে হল ২০২৩ সাল। তাও সব কিছু ঠিকঠাক থাকলে তাহলেই তা সম্ভব । এই রেল পরিসেবা চালু হলে একদিকে যেমন কৃষকরা লাভবান হবেন অন্যদিকে দুই রাজ্যের অর্থনৈতিক দিক দিয়েও উন্নত হবে বলে আশাবাদী রেলের আধিকারিকরা। তবে পুরোপুরি রেল লাইন পাতার কাজ শেষ হওয়ার আগে কিভাবে সিকিমবাসী ও পর্যটকরা নিউজলপাইগুড়ি পৌঁছাতে পারে সেদিকে লক্ষ্য রেখে সেবক স্টেশনকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে রেল। সে কারনেই শনিবার সেবকের রেল স্টেশন পরিদর্শন করেন এনএফ রেলওয়ের জেনারেল ম্যানেজার সহ রেলের আধিকারিকরা। উদ্দেশ্য সেবক স্টেশনের পরিকাঠামো আরো উন্নত করে এক বছরের মধ্যে সিকিমবাসী ও পর্যটকদের মধ্যে রেল পরিসেবা চালু করা যায়। আপাতত টেমপোরারিভাবে এই রেল পরিসেবা চালু করার পরিকল্পনা করছে রেল। এমনটাই জানালেন জেনারেল ম্যানেজার। তিনি আরও বলেন, রেল বাড়ে দেশ বাড়ে এই উদ্দেশ্য আমাদের। রেল পৌঁছালে অর্থনৈতিকভাবে উন্নত হবে রাজ্য।

You May Also Like