আগামী সপ্তাহ থেকেই শীতের আগমন রাজ্যে

1 min read

বিগত বেশ কিছুদিন ধরেই ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় মেঘে ঢাকা আকাশ।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ পূর্ব, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা বৃষ্টিপাত হতে পারে। কাল ঝেঁপে বৃষ্টি হয়েছে কলকাতার কিছু অংশে। আজও বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতায়। কালীপুজোর আগেই চলতি সপ্তাহেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও।

৩-৪ দিন পর তাপমাত্রা কমতে শুরু করবে আবহাওয়া দপ্তর সূত্রে পূর্বাভাস। আসতে আসতে শীত পড়বে রাজ্যে। আগামী সপ্তাহে রাজ্যে তাপমাত্রা পড়তে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে নামতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। অর্থাৎ কালীপুজোর আগেই আবহাওয়ার ভোলবদল।

You May Also Like