উচ্চ মাধ্যমিকের নতুন পাঠ্যক্রমের বই আসতে তিন মাস, এই বিষয়ে চিন্তিত পড়ুয়ারা

1 min read

উচ্চমাধ্যমিকের পুরোনো পাঠ্যক্রম পদ্ধতি শেষ হয়ে নতুন পাঠ্যক্রম পদ্ধতি শুরু হতে চলেছে। সেই অনুসারে নতুন পাঠ্য বই প্রকাশের উদ্যোগও শুরু করে দিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। উচ্চমাধ্যমিকের পাঠ্য পুস্তক যারা প্রকাশ করবেন তারা জানিয়েছেন,’ যাঁরা বইটি লিখবেন, তাঁদের কাছেও এটি নতুন। উনারা বই লেখার পর সেটি আবার রিভিউ কমিটি কামিটির কাছে যাবে। একবার সংসদের পর আমরা আবার রিভিউ এর জন্য পাঠাবো। এই সব কাজ হতে কম পক্ষে তিন থেকে সাড়ে তিন মাস সময় লাগবে।

শিক্ষা সংসদ এটাও জানিয়েছে,’বই যাতে নির্ভুল হয়, তার জন্য অনেক বেশি সতর্ক থাকতে হবে ছাপানোর সময়ে। ফলে তাড়াহুড়ো করা যাবে না। নতুন বই তিন মাসে বাজারে আনার কাজটা বেশ কঠিন।’প্রশ্ন উঠেছে, তিন থেকে সাড়ে তিন মাস যদি নতুন বই বাজারে আসতে সময় লাগে, তা হলে যারা একাদশে ভর্তি হবে, তারা কী পড়বে এই তিন মাস ? তাদের তো অপেক্ষায় থাকতে হবে নতুন পাঠ্যক্রমের বইয়ের জন্য!

কিন্তু সাথে এটাও উঠে এসেছে, যে উচ্চমাধ্যমিক সংসদের নতুন পাঠক্রমের বই আস্তে সময় লাগবে ঠিকই কিন্তু ততোদিন তারা বাজারে পাওয়া মাল্টিপল চয়েস বই গুলি কাজে লাগাতে পারে।অন্য দিকে, স্কুলশিক্ষকেরাও মনে করছেন যে, নতুন পাঠ্যক্রম শুরু করতে গেলে তাঁদেরও প্রশিক্ষণ প্রয়োজন। অথচ, কী ভাবে পড়াতে হবে, তার কোনও নির্দেশিকা তারা এখনও পাননি।

শিক্ষা সংসদ সূত্রে খবর,’বাংলা ও ইংরেজি পাঠ্যক্রমে বেশ কিছু পরিবর্তন হবে। বিজ্ঞানে সামান্য বদল হবে। বাণিজ্যের পাঠ্যক্রমেও আসবে বদল কিন্তু তা সাম্প্রতিক পরিবর্তনকে মান্যতা দিয়ে। কিছু আধুনিকীকরণ করা হবে ইতিহাসেও।সাথে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এটাও আশ্বাস দিয়েছে, “নতুন পাঠ্যক্রম এবং সিমেস্টার নিয়ে যা পরিকল্পনা রয়েছে, সে সমস্ত কাজ সুষ্ঠু ভাবেই হবে।’’

You May Also Like