বাড়িতে না বলে পাহাড় যাওয়াই হল কাল, সিকিমের তুষারধসের বলি শিলিগুড়ির সৌরভ

0 min read

মঙ্গলবার সিকিমের তুষার ধষের কবলে পড়ে মৃত্যু হয়েছে শিলিগুড়ি পুরনিগমের ৩১ নম্বর ওয়ার্ডের শক্তিগড়ের বাসিন্দা ২৮ বছর বয়সী যুবক সৌরভ রায়চৌধুরীর। জানা গেছে, সৌরভ অফিসের কাজে আরও তিনজনের সঙ্গে সিকিমে গিয়েছিল। সেখানে বরফ পড়ার খবর শুনতে পেয়ে দেখতে যায়। সেই সময় প্রবল তুষার ধষে আটকে পড়ে তারা। বাকি তিনজন আহত অবস্থায় বেঁচে ফিরলেও তুষারে চাপা পড়ে সৌরভের মৃত্যু হয়। সেনাবাহিনীর উদ্ধারকার্য শুরু হওয়ার অনেকটা সময় পরে সৌরভের মৃত দেহ খুঁজে পাওয়া যায় বলে তার কাকিমা রুনু রায়চৌধুরী জানান।

বুধবার সকালে তার বাড়িতে আসেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তিনি জানান, সিকিমে ময়নাতদন্ত হওয়ার পর সৌরভের দেহ শিলিগুড়িতে আনা হবে। বাকি তিনজনের চিকিৎসা চলছে সিকিমে। সুস্থ হলে তাদেরও নিয়ে আসার ব্যবস্থা করা হবে। সরকার আর্থিকভাবে নিহতের পরিবারের পাশে থাকবে বলেও মেয়র গৌতম দেব জানান।

You May Also Like