অগ্ন্যাশয়ের ক্যানসার নিয়ে যুগান্তকারী খোঁজ বাঙালি বিজ্ঞানীর

0 min read

অগ্ন্যাশয় ক্যানসার নিয়ে গত কয়েক বছরে অনেক গবেষণা হয়েছে। অগ্ন্যাশয়ের ক্যানসার সারানো যেমন জটিল ব্যাপার তেমনি রোগীও পাঁচ বছরের বেশি বাঁচে না। এই জটিল ক্যানসারের প্রতিষেধক খুঁজতেই দীর্ঘ সময় ধরে গবেষণা করছিলেন বাঙালি বিজ্ঞানী ডক্টর অনিন্দ্য বাগচি।

আমেরিকায় গবেষণারত বাঙালি বিজ্ঞানী এই অগ্ন্যাশয় ক্যানসারের এক প্রধান কারণ খুঁজে পেয়েছেন। ক্যানসারকে জব্দ করার উপায়ও বের করেছেন। বর্তমানে তিনি ইউনিভার্সিটি অব মাউস জেনেটিক্স ল্যাবরেটরির ডিরেক্টর, স্যানফোর্ড বার্নহাম প্রেবিস মেডিক্যাল ডিসকোভারি ইনস্টিটিউটে অগ্ন্যাশয় ক্যানসার নিয়ে গবেষণা করছেন।

গবেষক অনিন্দ্য বলছেন, তিনি অগ্ন্যাশয়ের কোষে এমন এক প্রোটিনের খোঁজ পেয়েছেন যা ক্যানসারের জন্য দায়ী। এই প্রোটিনই কোষের বিভাজন ঘটিয়ে ‘ম্যালিগন্যান্ট টিউমার’ তৈরি করে যা থেকে সংক্রমণ ছড়িয়ে পড়ে গোটা অগ্ন্যাশয়তেই। কাজেই এই প্রোটিনকে রোখা গেলেই ক্যানসার কোষের বাড়বাড়ন্ত বন্ধ হয়ে যাবে।

You May Also Like