ভারতের স্বাধীনতা দিবসের আর মাত্র কয়েকটা দিন বাকি। কঠোর নজরদারির মধ্যে অনুষ্ঠানের প্রস্তুতি চলছে দিল্লির লালকেল্লায়। দেশের বিভিন্ন জায়গায় উত্তোলিত হয় জাতীয় পতাকা। ত্রবার শুধু দেশে নয়, বিদেশেও ভারতীয় স্বাধীনতা দিবসে হতে চলেছে অভিনব অনুষ্ঠান।
প্রথমবার ভারতের জাতীয় পতাকার ছবি দেখানো হবে টাইমস স্কোয়ারের বিলবোর্ডে। টাইমস স্কোয়ারের বিলবোর্ডে পৃথিবীর সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় ঘটনার ঝলক দেখানো হবে। নিউ ইয়র্কের ভারতীয় সংগঠনের তরফে জানানো হয়েছে, ভারতের স্বাধীনতার ঐতিহাসিক দিনটিকে আরও স্মরনীয় করে তোলার জন্য এই পরিকল্পনা করা হয়েছে। এছাড়াও ১৪ আগষ্ট এম্পায়ার স্টেট বিল্ডিংটিতে তেরঙ্গার আলোতে সাজানো হবে।
এই অনুষ্ঠানে নিউ ইয়র্কের ভারতীয় কাউন্সিল জেনারেল রন্ধির জয়সোয়ালকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রন জানানো হয়েছে। ভারতের ইতিহাসের গর্বিত এবং মর্যাদাপূর্ণ এই অধ্যায়কে বিশ্বের দরবারে পেশ করা হবে এবং এই ভাবেই জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে নিউ ইয়র্কের ভারতীয়দের তরফে।