করোনায় মারা গেলেন বাংলাদেশের প্রতিরক্ষা সচিব

1 min read

ঢাকা: করোনা আক্রান্ত হয়ে মৃত বাংলাদেশের প্রতিরক্ষা সচিব। আজ সকাল ৯.৩০ নাগাদ ঢাকার কম্বাইন্ড মিলিটারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আবদুল্লা আল মহসিন চৌধুরী।

গত ২৯ মে করোনার উপসর্গ নিয়ে ঢাকার কম্বিনেড মিলিটারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রতিরক্ষা সচিব। জুনের ৬ তারিখে তাঁর রিপোর্ট করোনা পজিটিভ আসে। জুনের ১৮ তারিখে অবস্থায় অবনতি হওয়ায় তাঁকে ইন্টেনসিভ কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়। আজ সকাল ৯.৩০ নাগাদ হৃদযন্ত্র বিকল হয়ে ওই হাসপাতালেই মৃত্যু হয় তাঁর।

এখনও পর্যন্ত বাংলাদেশে করোনা আক্রান্তের সংখ্যা ১.৩৭ লাখ। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, এখনও অবধি বাংলাদেশে ১৭৩৮ জনের মৃত্যু হয়েছে।

You May Also Like