করোনায় মারা গেলেন বিখ্যাত উর্দু কবি,গীত রচয়িতা রাহাত ইন্দ্ররি

1 min read

নক্ষত্র পতন!করোনায় চলে গেলেন “বুলাতি হে মগর জানেকা নহি ‘কবিতার রচয়িতা ।তাঁর প্রয়াণে শোকস্তব্ধ বলিউড তথা দেশ।সম্প্রতি তার কোভিড পরীক্ষা হ’লে রিপোর্ট পজেটিভ আসে। এরপরই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

রাহাত ইন্দরি উর্দু ভাষায় এম.ফিল এবং পি.এইচ.ডি। মূলত, গজল, গীতের ওপর তিনি কাজ করতেন। তাঁর বিখ্যাত কবিতা ‛বুলাতিহে, মাগার জানেকা নাহি’। পেশাগত জীবনে প্রবেশ করার পর তিনি মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, কানাডা-সহ নানা দেশের সাহিত্য সম্মেলনে ভারত’এর প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকেছেন। খুদ্দার, ম্যা তেরা আশিক, মার্ডার-সহ নানা ছবির গান রচনা করেছেন।মঙ্গলবার ইন্দোর’এর একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০। তাঁর মৃত্যুতে শোকের ছায়া বলিউডে।

You May Also Like