করোনা আক্রান্ত পরিবারগুলিকে খাদ্য সামগ্রী দিবে শিলিগুড়ি পুরসভা: গৌতম দেব

0 min read

বোরোর মধ্য দিয়ে কোভিড আক্রান্ত পরিবার গুলির পাশে সাহায্যের হাত বারিয়ে দেওয়ার উদ্যগ গ্রহন করলো শিলিগুড়ি পুরসভা। শিলিগুড়ি পুরসভার ১ থেকে ৫ নম্বর বোরো অফিসের মধ্য দিয়ে শহরে কোভিড আক্রান্ত পরিবারের সাহায্যে এগিয়ে এল শিলিগুড়ি পুরসভা। আপাতত পরিবার পিছু চারজন ধরে ৩০০ পরিবারকে একমাসের অপরিহার্য খাদ্য বোরো আধিকারিকের হাতে তুলে দেন পুরপ্রশাসক গৌতম দেব। শহরে বারছে করোনা আক্রান্তের সংখ্যা। বর্তমানে আক্রন্তের পর অনেকেই আপাতত গৃহবন্ধি। স্থানীয় স্বেচ্ছাসেবক থেকে শুরু করে দায়িত্ব প্রাপ্ত জনপ্রতিনিধিরা এগিয়ে এসেছেন তাদের সাহায্য করতে। রাজ্যের সরকারও রেশনের মধ্য দিয়ে মানুষের সেবা করে চলছে। তবে কোভিড আক্রান্ত পরিবারের কাছে তা যথেষ্ঠ নয়, সেই কারনে প্রয়োজনীয় খাদ্যের যোগান দিতে উদ্যোগি হল শিলিগুড়ি পুরসভা। প্রশাসক গৌতম দেব সহ প্রশাসক মন্ডলীর সদস্যদের উপস্থিতিতে পুরসভার ৫ টি বোরো আধিকারিকের হাতে আপাতত ৩০০ পরিবারের খাদ্য তুলে দেওয়া হয়। গৌতম দেব জানান, বুধবার থেকে খাদ্য দ্রব্য দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে পুরসভা। আগামীতে প্রত্যেক আক্রান্তের বাড়িতে বোরো ভিত্তিক খাদ্যদ্রব্য পৌঁছে দেওয়া হবে।

You May Also Like