কলেজ কর্মীদের অনশন মঞ্চে বিজেপি টিচার্স সেলের নেতারা

0 min read

কলেজ কর্মীদের অনশন মঞ্চে দেখা করে পাশে থাকার বার্তা দিলেন বিজেপি শিক্ষক সেলের নেতারা। দীর্ঘ ঊনপঞ্চাশ দিন ধরে একাধিক দাবি দাওয়া নিয়ে অনশনে বসে কলেজের অস্থায়ী কর্মীরা। তাদের দাবি অবিলম্বে কলেজের অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ করা হোক এবং বেতনবৃদ্ধি করা হোক। অনশনকারীদের দাবি রাজ্য সরকার কলেজের আংশিক শিক্ষকদের ক্যাটাগরি হিসেবে স্থায়িকরন করলেও কলেজের নন টিচিং স্টাফদের স্থায়ীকরণ করছেন না। এই বৈমাতৃসুলভ আচরণের বিরুদ্ধে ওয়েস্ট বেঙ্গল ক্যাজুয়াল এমপ্লয়িজ সমিতির সদস্যরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে ।

জলপাইগুড়ি জেলার বিভিন্ন কলেজের ১০৬ জন অস্থায়ী কর্মী বেতন বৃদ্ধি ও স্থায়ীকরণের দাবি‌তে এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন।পশ্চিমবঙ্গ কলেজ ক‍্যাজুয়াল এমপ্লয়িজ সমিতির সদস্যদের দাবি তাদের এই দাবি‌কে ন‍্যায‍্য দাবি বলে স্বীকার করেছেন শিক্ষা‌ মন্ত্রী পার্থ চ‍্যাটার্জি। তা সত্ত্বেও গত একবছর ধরে কোনও ব‍্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। বাধ‍্য হয়ে গত ৪৯ দিন ধরে অবস্থান আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা।পশ্চিমবঙ্গ কলেজ ক‍্যাজুয়াল এমপ্লয়িজ সমিতির অনশন মঞ্চে বসে বিজেপি টিচার্স সেলের কনভেনার তনয় দাস বলেন, কলেজ কর্মীদের এই আন্দোলনের নৈতিক সমর্থন রয়েছে তাদের।

You May Also Like