কালো দিবস হিসেবে কার্ফু জারি শ্রীনগরে

1 min read

জম্মু ও কাশ্মীর প্রশাসনের তরফে ৪ এবং ৫ আগষ্ট প্রচ্ছদ ৩৭০ জারি হওয়ার এক বছরের পূর্তি উপলক্ষে কার্ফু জারি করা হয়েছে। জম্মু ও কাশ্মীর প্রশাসনের সঙ্গে জম্মু ও কাশ্মীর পুলিশ, গোয়েন্দা বিভাগ, এবং অন্যান্য প্রতিরক্ষা বিভাগের সঙ্গে বৈঠক করার পর এই কার্ফু জারি করা হয়েছে। গোয়ন্দা বিভাগের তরফে জানানো হয়েছে পাক-সমর্থিত জঙ্গী এবং বিচ্ছিন্নবাদীরা এই দিনটিকে কালো দিবস হিসেবে প্রতিবাদ করার বিষয়ে পরিকল্পনা করছে, যার ফলে উপত্যকা জুড়ে আগাম সতর্কতা জারি করা হয়েছে। এই দিনেই এক বছর আগে বিশেষ রাজ্য থেকে সাধারন রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছিল। বৈঠক শেষ হওয়ার পর শ্রীনগরের ডেপুটি কমিশনার সোমবার থেকে আগামী দুইদিনের কার্ফু জারি করার নির্দেশিকা দিয়েছেন।

You May Also Like