টেট পরীক্ষা দিতে গিয়ে দুর্ঘটনার কবলে গাড়ি, জখম দুই পরীক্ষার্থী সহ চারজন

0 min read

টেট পরীক্ষা দিতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ল পরীক্ষার্থীদের গাড়ি। গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হল দুই পরীক্ষার্থী সহ চারজন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ইসলামপুরের গুঞ্জরিয়া এলাকায়।

জানা গেছে গতকাল চোপড়ার দুই পরীক্ষার্থী তাদের অভিভাবক সহ একটি ব্যক্তিগত চারচাকার গাড়ি নিয়ে রায়গঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু ইসলামপুর জাতীয় সড়কে একটি বালির ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। দুর্ঘটনায় গুরুতর জখম হন দুই পরীক্ষার্থী সহ চারজন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন , চোপড়ার দিক থেকে আসা একটি চার চাকার আরটিগা গাড়ি জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি বালির ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে।

এলাকাবাসীর তৎপরতায় গাড়ির পেছনের কাঁচ ভেঙ্গে আহতদের উদ্ধার করা হয় এবং ইসলামপুর মহকুমা হাসপাতালে আনা হয়। 4 জন গুরুতর আহত থাকার কারণে তাদের আশঙ্কাজনক অবস্থায় শিলিগুড়ি মেডিকেল কলেজ রেফার করা হয়। আহতরা এইসময় শিলিগুড়িতে একটি প্রাইভেট নার্সিং হোমে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

You May Also Like