টোল প্লাজা উদ্বোধন করতে এসে বিক্ষোভের মুখে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী

1 min read

টোল প্লাজার উদ্বোধনে এসে বিক্ষোভের মুখে পড়লেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। ঘটনাটি ঘটে তুফানগঞ্জ ১ ব্লকের চিলাখানা ২ গ্রাম পঞ্চায়েতের ঘোগারকুঠি এলাকায় ।স্থানীয়দের অভিযোগ টোল প্লাজায় কর্মী নিয়োগে স্বজনপোষণ করা হয়েছে। এই অভিযোগে ৩১ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় ।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তুফানগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী।ঘটনায় মন্ত্রী আগামীকাল আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আশ্বাস দেন ।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে জানিয়েছে, টোল প্লাজা তৈরির জন্য ২০১৪-২০১৫ সালে স্থানীয়দের কাছ থেকে জমি নেওয়া হয়েছিল। সেই সময় বলা হয়েছিল যে সকল স্থানীয়রা জমি দিয়েছে তাঁদের ওই টোল প্লাজায় কাজ দেওয়ার কথা। কিন্তু সেই কথা দিয়ে কথা রাখেনি বলে অভিযোগ স্থানীয়দের।

এই বিষয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ জানান, টোল প্লাজায় যে নিয়োগ হয়েছে তাতে কোনও স্বজনপোষণ হয়নি। নিয়ম মেনেই নিয়োগ হয়েছে। যা সমস্যা রয়েছে তা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে।

You May Also Like