দ্য বডি শপ ও ক্রাই-এর উদ্যোগ

1 min read

ভারতীয় বালিকা ও মহিলাদের মধ্যে পিরিয়ড বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে ও তাদের পিরিয়ড জনিত লজ্জা থেকে মুক্ত করতে উদ্যোগী হয়ে দ্য বডি শপ হাত মেলালো ক্রাই-এর (চাইল্ড রাইটস অ্যান্ড ইউ) সঙ্গে। দ্য বডি শপের উদ্দেশ্য হল পিরিয়ড বিষয়ে কথাবার্তাকেস্বাভাবিকভাবে গ্রহণ করতে উৎসাহ দেওয়া এবং অতিমারিতে বেশিমাত্রায় ক্ষতিগ্রস্তদের জন্য ‘মেন্সট্রুয়াল হেলথ অ্যান্ড এডুকেশন’-এর জন্য তহবিল সংগ্রহ করা। ক্রাই ও দ্য বডি শপের যৌথ আন্দোলনের লক্ষ্য হল পিরিয়ড বিষয়টিকে সকলের কাছে স্বাভাবিক ব্যাপার হিসেবে গ্রহণের জন্য সচেতনতা গড়া এবং বিশেষ করে সমাজের পিছিয়ে থাকা মানুষজনের দৃষ্টিভঙ্গীতে এক দীর্ঘস্থায়ী পরিবর্তন আনা।

এই উদ্যোগের মাধ্যমে দ্য বডি শপ ও ক্রাই ৪৫০০ পরিবারের  ১০,০০০-এরও বেশি মানুষের কাছে মেন্সট্রুয়াল হেলথ বিষয়ক সচেতনতা, শিক্ষা ও বিনামূল্যে মেন্সট্রুয়াল প্রোডাক্টস পৌঁছে দিতে প্রয়াসী হয়েছে।দ্য বডি শপ ও ক্রাই আগামী ৪ মাস ধরে পিরিয়ড বিষয়ক সচেতনতা গড়া, অতিমারিতে ক্ষতিগ্রস্তদের জন্য পিরিয়ড প্রোজেক্টের তহবিল সংগ্রহ, পিরিয়ড প্রোডাক্টস প্রদান ও শপথ গ্রহণ করার কাজে নিয়োজিত থাকবে।

You May Also Like