পর্যটকদের জন্য খুলে দেওয়া হল দার্জিলিঙের রাজভবন

0 min read

দার্জিলিং ঘুরতে আসা পর্যটকদের জন্য খুলে যাচ্ছে রাজভবন।এদিন দার্জিলিং সফর শেষে কলকাতা ফেরার পথে রাজভবন খুলে দেন রাজ্যের রাজ্যপাল জগদিপ ধনকর।উল্লেখ্য দার্জিলিঙে রাষ্ট্রীয় সাংস্কৃতিক মহোৎসবে যোগ দিতে আসেন তিনি। এবারের আসন্ন নির্বাচন নিয়েও মুখ খোলেন তিনি।

বৃহস্পতিবার কলকাতা ফেরার পথে বাগডোগরা বিমানবন্দরে রাজ্যপাল জগদীপ ধনকর জানালেন,বহু বছর পর রাজভবন সাধারণ পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে।তাতে আমি বেশ খুশী কারণ রাজভবন অত্যন্ত সুন্দর স্থান আর সেখানে এত মানুষ যেতে পেরেছে তা আমার দেখে খুব ভালো লেগেছে।এদিকে নির্বাচন প্রসঙ্গে এদিনও তিনি একই কথা বলেন, আমি চাই শান্তিপূর্ণ নির্বাচন হোক।রাজ্যের প্রতিটি মানুষ যাতে নিজের ভোট নিজেই দিতে পারে।তার ব্যাবস্থা করতে হবে নির্বাচন কমিশনকে।আর আমার তাদের ওপর পূর্ণ আস্থা রয়েছে।তবে রাজনৈতিক দলগুলো যে স্লোগান দিচ্ছে তা নিয়ে তিনি কোনও মন্তব্য করতে নারাজ।কিন্তু শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সংবাদমাধ্যমের গুরুত্বও অপরিসীম বলে জানিয়েদেন রাজ্যপাল।

You May Also Like