পিএম-কেয়ার ফান্ড অডিট করার এক্তিয়ার নেই ক্যাগের।

1 min read

পিএম-কেয়ার ফান্ড অডিট করবে না ক্যাগ। সরকারি এক সূত্র শুক্রবার এ কথা জানিয়েছে। জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর নাগরিক সহযোগিতা ও বিপর্যয় ত্রাণ তহবিল এই পিএম-কেয়ার ফান্ড। ২৮ মার্চ প্রধানমন্ত্রীর তদারকিতে তৈরি হয় এই তহবিল। অন্য কেন্দ্রীয় মন্ত্রীরা এই তহবিলের ট্রাস্টি সদস্য। ক্যাগ (CAG) সূত্রে খবর, “সেই তহবিলে ব্যক্তিগত কিংবা প্রতিষ্ঠানগত ভাবে অনুদান পড়ছে। তাই আমাদের সেই দাতব্য তহবিল অডিট করার এক্তিয়ার নেই।” জানা গিয়েছে, যতক্ষণ না ট্রাস্ট অডিট করার অনুমতি দেবে, ততক্ষণ ক্যাগ সেই তহবিল ছুঁতে পারবে না। সূত্রের খবর, স্বাধীন কোনও সংস্থা সেই তহবিল অডিট করবে। ট্রাস্টি বোর্ডের সদস্যরা নির্বাচিত করবে সেই সংস্থাকে। প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর, করোনা সংক্রমণ বাড়ার পর থেকেই একাধিক মাধ্যম সেই তহবিলে অনুদান দিতে আবেদন করেছে। প্রধানমন্ত্রী-সহ একাধিক তারকা, সংগঠন ও শিল্পপতিরা আবেদন করেছেন পিএম-কেয়ার ফান্ডে সাধ্যমতো অনুদান দিতে।

রাজ্যের অডিট প্যানেল জানাল মৃত ৫৭ করোনা আক্রান্তের ৩৯ জনই কো-মর্বিডিটির শিকার

You May Also Like