প্রাক্তন সাংসদ কেডি সিং-কে গ্রেপ্তার করল ইডি

1 min read

অর্থলগ্নি সংস্থা অ্যালকেমিস্টের কর্ণধার ছিলেন কেডি সিং।দিল্লি থেকে প্রাক্তন তৃণমূল সাংসদ কেডি সিং-কে গ্রেপ্তার করল ইডি। তাঁর বিরুদ্ধে প্রায় ২০০ কোটি টাকা তছরুপের মামলা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। সেই তদন্তে অসহযোগিতার অভিযোগেই আজ, বুধবার তাঁকে গ্রেপ্তার করা হয়। কেডি সিংয়ের সংস্থা অ্যালকেমিস্টের বিরুদ্ধে বাজার থেকে বেআইনিভাবে কোটি কোটি টাকা তোলার অভিযোগ রয়েছে। বিভিন্ন নামে কোম্পানি খুলে এই জালিয়াতি করা হতো বলে অভিযোগ। জমি-ফ্ল্যাট বিক্রির নামেও জালিয়াতি চলত। গ্রাহকদের প্রতারিত করা সেই টাকা একাধিক প্রভাবশালীর কাছে গিয়েছে বলে অভিযোগ। এমনকী, সেই টাকা বিদেশেও পাচার হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইডি আধিকারিকরা। এই মামলার তদন্তে নেমে সংস্থার একাধিক কর্মী-আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করছিল ইডি। অভিযোগ, এই সংস্থার অ্যাকাউন্টেও টাকা নয়ছয় হয়েছে। প্রচুর টাকার হদিশ মিলছে না। তদন্তকারীদের একাংশের দাবি, তদন্তে একেবারেই সহযোগিতা করছিলেন না কেডি সিং। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার তাঁকে ইডি দপ্তরে ডাকা হয়েছিল। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্ত স্বার্থে তাঁর কাছ থেকে প্রয়োজনীয় কিছু নথিপত্রও চাওয়া হয়। কিন্তু সেগুলি তিনি পেশ করতে পারেননি বলে জানা গিয়েছে। এরপর আজ ফের তাঁকে জিজ্ঞাবাদের জন্য তলব করা হয়। শেষে গ্রেপ্তার করা হয় কেডি সিংকে। জানা গিয়েছে, প্রিভেনশন অব মানি লন্ড্যারিং অ্যাক্টে গ্রেপ্তার করা হয়েছে তাঁকে। আজই কেডি সিংকে পাতিয়ালা হাউস কোর্টে হাজির করার সম্ভাবনা রয়েছে।

You May Also Like