বঙ্গধ্বনি যাত্রা আলিপুরদুয়ারে

0 min read

রাজ্যসরকারের একাধিক প্রকল্প গুলির প্রচারে এবার রাজ্যজুড়ে বঙ্গধ্বনি যাত্রা শুরু করল তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর বিধানসভা নির্বাচনে উন্নয়নকে হাতিয়ার করে সরকারের নানা প্রকল্প গুলি জনসাধারনের সামনে তুলে ধরতে এই কর্মসূচি ।জানা গিয়েছে, এই যাত্রায় রাজ্যের প্রতিটি গ্ৰামের বাড়ি বাড়ি ঘুরে তৃণমূল কংগ্রেসের ১০ বছরের উন্নয়নের খতিয়ান তুলে দেওয়া হবে।

এদিন ফালাকাটায় বর্ণাঢ্য শোভাযাত্রায় বঙ্গধ্বনি যাত্রার সূচনা হয়। পরে ফালাকাটা ট্রাফিক মোড় এলাকায় পথ সভা করা হয়। সেখানে উপস্থিত ছিলেন, তৃণমূলের ফালাকাটা ব্লক সভাপতি সুভাষ রায়,তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সংখ্যালঘু সেলের জেলা সভাপতি আব্দুল মান্নান, তৃণমূল যুবর ব্লক সভাপতি শুভব্রত দে, তৃণমূল মহিলা সংগঠনের ব্লক সভানেত্রী সুতপা ভদ্র প্রমুখ। এদিনের পথ সভায় সকলেই বিজেপির তীব্র সমালোচনা করে, রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন। তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, “সরকারের একাধিক প্রকল্পের সুযোগ সুবিধা মানুষের কাছে আরও বেশি করে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই কর্মসূচি। বাড়ি বাড়ি মানুষের কাছে গিয়ে পশ্চিমবঙ্গ সরকারের বিগত দশ বছরের সাফল্যের খতিয়ান তুলে ধরা হবে। পেশ করা হবে রিপোর্ট কার্ড।”

You May Also Like