বিধায়ক পদ থেকে ইস্তফা শুভেন্দুর, বিজেপিতে যোগদান আর সময়ের অপেক্ষা

0 min read

সরকারিভাবে তৃণমূলের বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন নন্দীগ্রামের বিধায়ক তথা প্রাক্তন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন বিকেলবেলা বিধানসভা ভবনে গিয়ে সচিবের কাছে নিজের ইস্তফাপত্র পেশ করেন। জানা গেছে তাঁর ইস্তফা গ্রহণ করেছেন সচিব। দীর্ঘ কয়েকমাস পর নানা টালবাহানার পর আজ ইস্তফা দিয়ে সরকারিভাবে তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন তিনি। সূত্রের খবর আগামীকালই দিল্লি যাওয়ার কথা শুভেন্দুর।তার আগে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগদানের রাস্তাটি আরো প্রশস্ত করলেন দাদা।

কোচবিহারের তৃণমূলের বিক্ষুব্ধ বিধায়ক মিহির গোস্বামীও কিছুদিন আগে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে দিল্লি উড়ে বিজেপিতে যোগদান দেন।আজ বিধানসভা ভবনে গিয়ে ইস্তফা দিয়ে তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন দুই মেদিনীপুরের দোর্দন্ডপ্রতাপশালী এই নেতা ।

You May Also Like